Logo

রাজনীতি    >>   উল্টো পথে চলছে জাতি,সাকির মন্তব্য

উল্টো পথে চলছে জাতি,সাকির মন্তব্য

উল্টো পথে চলছে জাতি,সাকির মন্তব্য

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে গত ৫৩ বছর ধরে জাতি উল্টো পথে ঘুরপাক খাচ্ছে। রাজধানীতে শনিবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রশাসনের কাঠামোগত সমস্যা এবং নীতি-নির্ধারণে বিশেষজ্ঞ অভাবের প্রতি ইঙ্গিত করে বলেন, "পরাজয় ও ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তা ভুলে গেলে জীবনের ফাইনাল পরাজয় ঘটে।"

তিনি বলেন, "প্রশাসনের মধ্যেই একটা বড় কলোনিয়াল ব্যাপার আছে, যা ৫৩ বছর ধরে ভুলিয়ে রাখা হয়েছে। ২০২৪ সালে এসে এমন ফ্যাসিস্ট পরিস্থিতি দেখা যাচ্ছে, যেখানে রাষ্ট্র জনগণের ওপর গুলি চালাচ্ছে।" তিনি প্রশ্ন তোলেন, পুলিশকে গুলি করার অধিকার কে দিয়েছে?

সাকি উল্লেখ করেন, প্রশাসনের চাকরির সাথে "চিরস্থায়ী বন্দোবস্ত" ধারণাটি সঠিক নয়। তিনি বলেন, মানুষ চেয়েছিল একটি জনবান্ধব প্রশাসন, যেখানে মানবসেবা নিশ্চিত হবে। বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এমন একজন সচিব যার স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণাই নেই। নীতি নির্ধারণে সেখানে বিশেষজ্ঞ ও সমমর্যাদার মানুষের থাকা জরুরি।"

সাকি প্রশাসনিক কাঠামো সংস্কারের ওপর জোর দেন, যেখানে বিশেষজ্ঞদের যথোপযুক্ত পদে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, "উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় মেশিনারিজ পর্যন্ত নির্ধারণ করা হয় না, বরং দুর্নীতির সুযোগ তৈরির কাজই করা হয়।"

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন ক্যাডারের মানুষকে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ দেওয়া উচিত। অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে দক্ষ বিশেষজ্ঞদের নিয়োগ করা হয় এবং সেবা নিশ্চিত করা হয়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert